প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সেরা দুইয়ে জায়গা করে নিতে ক্রিস্ট্যাল প্যালেসের বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা সাত ম্যাচ অপরাজিত থাকার পর নিজেদের পরবর্তী ম্যাচেও জয়ের লক্ষ্য রেড ডেভিলদের।
বুধবার (১৮ জানুয়ারি) সেলহার্স্ট পার্ক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২ টায়।
নতুন বছরে জয়রথ ছুটেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। দুর্দান্ত ফর্মে থাকায় একের পর এক ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে এরিক টেন হ্যাগের শিষ্যরা। নিজেদের শেষ ম্যাচে ম্যানচেস্টার ডার্বিতে সিটিজেনদের ২-১ গোলে হারিয়েছে রেড ডেভিল শিবির।
টানা সাত ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান ম্যানচেস্টার ইউনাইটেডের। আজ ক্রিস্টাল প্যালেসকে হারাতে পারলে তারা নিউক্যাসল ও ম্যানচেস্টার সিটিকে হারিয়ে জায়গা করে নেবে টেবিলের দুইয়ে।
এদিকে, প্রতিপক্ষ ক্রিস্ট্যাল প্যালেসের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। এখন পর্যন্ত খেলা আঠারো ম্যাচের ছয়টিতে জয়, আট ম্যাচে হেরেছে প্যালেস। অতীত ইতিহাসও কথা বলছে ইউনাইটেডের পক্ষেই।
১৮ ম্যাচ শেষে ম্যানইউর পকেটে আছে ৩৮ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা নিউক্যাসলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে তারা এগিয়ে। দুইয়ে থাকা ম্যানসিটির পয়েন্ট ১৮ ম্যাচে ৩৯। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখলে রেখেছে আর্সেনাল।