বাংলাদেশ থেকে যেসব দেশে ভিসা ছাড়া যাওয়া যায়, কোন কোন দেশে On Arrival Visa প্রয়োজন, কত দিনের জন্য ভ্রমণ করা যাবে, বাংলাদেশ পাসপোর্টের র্যাংক বিস্তারিত
আজকে জানাব, বাংলাদেশ ই পাসপোর্টের Global Rank, বাংলাদেশ থেকে ভিসা ছাড়া কোন দেশে যাওয়া যায়, কোন কোন দেশের জন্য অন অ্যারাইভাল (On Arrival Visa) প্রয়োজন, কত দিনের জন্য ভ্রমণ করতে পারবেন ইত্যাদি।
যে কোনো আন্তর্জাতিক ভ্রমণের জন্য অবশ্যই সরকার কর্তৃক প্রদত্ত পাসপোর্ট ও যে দেশে ভ্রমণ করবেন সেই দেশের সরকারি অনুমতিপত্র বা ভিসা প্রয়োজন হয়। ভিসা নামের এই অনুমতি পত্রটি একটি দেশ কোনো বিদেশি নাগরিককে দেয়, সেই দেশে প্রবেশ ও একটি নির্দিষ্ট সময় ধরে অবস্থান করার জন্য।
একটি দেশে প্রবেশ ও অবস্থানের সময়সীমা সহ যাবতীয় নিয়ম-কানুন নির্ভর করে পাসপোর্টধারীর দেশটির ওপর। কখনও এই নিয়মে খুবই কড়াকড়ি, আবার কোনো কোনো ক্ষেত্রে একদম শিথিল।
বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের যেসব দেশে যেতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
বাংলাদেশের থেকে ভিসা ছাড়া যাওয়া যাবে যেসব দেশে
বিভিন্ন দেশ বাংলাদেশি নাগরিকদের ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, এর মধ্যে রয়েছে কুক দ্বীপপুঞ্জ, বাহামাস, ইন্দোনেশিয়া, ফিজি, ভানুয়াতু, অ্যান্টিগুয়া ও বারবুডা, বার্বাডোস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, হাইতি ইত্যাদি।
বাংলাদেশ থেকে ভিসা ছাড়া কোন দেশে যাওয়া যায় তা নির্ভর করে পাসপোর্টের Rank এর উপর। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথোরিটির ডাটার ওপর ভিত্তি করে পাসপোর্ট ইন্ডেক্স – Passport Index প্রতিবছর পাসপোর্টের ভিসা প্রক্রিয়া যাচাই করে বিশ্বের দেশগুলোর র্যাংকিং প্রকাশ করে।
২০২৩ এর The Henley Passport Index এর তালিকা অনুযায়ী বাংলাদেশ ই পাসপোর্ট -এর র্যাংকিং ১০১। এই Rank অনুযায়ী বাংলাদেশি বৈধ পাসপোর্টধারীরা বিশ্বের মোট ৪১ টি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন। নিচে দেশগুলোর তালিকা দেয়া হল।
বাংলাদেশ পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত দেশের তালিকা ২০২৩
নিম্মোক্ত ২১টি দেশে বাংলাদেশি পাসপোর্টধারীরা কোন রকম ভিসা বা অন অ্যারাইভাল ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ এ দেশগুলো বাংলাদেশের জন্য সম্পূর্ণ ভিসা ফ্রি দেশ।.
যেসব দেশে অন অ্যারাইভাল ভিসা নিয়ে ভ্রমণ করতে পারবেন
নিম্মোক্ত ১৯টি দেশে বাংলাদেশিরা অন অ্যারাইভাল ভিসা পাবেন। বাংলাদেশি পাসপোর্টধারীরা এসব দেশে পূর্ববর্তী ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।
উপরোক্ত দেশ গুলোয় অন অ্যারাইভাল ভিসা নিয়ে/ ভিসা ছাড়া বাংলাদেশের পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারবেন। আশা করি তথ্যগুলো আপনার কাজে লাগবে।