বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে জুমার নামাজে দেশ-বিদেশের লাখো মুসল্লির ঢল নামে। আল্লাহু আকবর ধ্বনিতে মুখর হয়ে ওঠে তুরাগ তীর। সবার সুখ ও শান্তি কামনায় দোয়া করা ছাড়াও ইসলামের আদর্শ দুনিয়াব্যাপী ছড়িয়ে দেয়ার প্রত্যাশা মুসল্লিদের।
এদিন মাওলানা সাদ কান্ধলভীর ছেলে মাওলানা ইউসুফের ইমামতিতে জামাতে অংশ নেন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। এত বড় জুম্মায় অংশ নিতে পেরে তারা কৃতজ্ঞ প্রকাশ করেন আল্লাহর কাছে।
আবুল কালাম আজাদ নামে নরসিংদীর এক মুসল্লি বলেন, ‘বিশ্ব ইজতেমায় জুমার নামাজ আদায় করার জন্য এখানে এসেছি। অনেক কষ্ট করে এসেছি।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানান, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে পুরো ইজতেমা ময়দানকে কয়েকটি সেক্টরে ভাগ করে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ উপলক্ষে ময়দানের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।
রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতে সমাপ্তি হবে দুবছর বাদে হতে যাওয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ মুসলিম জমায়েত।